ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

হাইকোর্টের ১৮ অতিরিক্ত বিচারপতির শপথ অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে িবৃহস্পতিবার বিকেল ৩টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।   

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান।  

এর আগে বুধবার (৩০ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। পরে আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এসি    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি